হামাসের হাতে জিম্মিদের মুক্তি ও নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আরও উত্তাল হয়ে উঠছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার রাতে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত হয় রাজধানী তেল আবিবে। এক প্রতিবেদনে মিডেল ইস্ট আই এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয় রেকর্ড সাড়ে সাত লাখ মানুষ। জিম্মি মুক্তির দাবিতে স্লোগানে মুখরিত হয় দেশটির রাজপথ।
বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু নেতানিয়াহুর কারণেই থমকে আছে চুক্তি। তাই, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উচ্চকিত হয় জনতা। এ সময় অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা। পুলিশের কড়া বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রদক্ষিণ করে প্রধান প্রধান সড়ক।
এছাড়াও, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। অনেকেই ব্যাপক ধরপাকড়ের শিকার হন। জেরুজালেমসহ অন্যান্য বড় বড় শহরগুলোতে-ও ছড়িয়ে পড়ে সরকারবিরোধী বিক্ষোভ।
/এআই
Leave a reply