Site icon Jamuna Television

‘বদলি’ রোনালদোর গোলে ব্যাক টু ব্যাক জয় পেলো পর্তুগাল

উয়েফা নেশন্স লিগে স্কটল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। একাধিক সুযোগ হাতাছাড়ার ম্যাচে বদলি নেমে দারুণ এক গোলে ব্যবধান করে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। আসরে টানা দুই ম্যাচে নিজের গোলের পাশাপাশি দলকেও জেতালেন সিআর সেভেন।

প্রথমার্ধের সপ্তম মিনিটে স্কট ম‍্যাকটোমিনের গোলে এগিয়ে যায় স্কটিশরা। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরার পর দলকে ৩ পয়েন্ট এনে দেন বদলি হিসেবে খেলতে নামা রোনালদো। টানা দুই ম‍্যাচে গোল করেন পর্তুগিজ মহাতারকা। তার ক্যারিয়ারের ৯০১তম গোল এটি।

প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্কটল্যান্ড। বিরতির পর মাঠে নামেন পর্তুগালের অধিনায়ক ও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। আক্রমণে ধার বাড়ে স্বাগতিকদের। রোনালদো নামার পর অবশ্য গোলের জন‍্য এবার বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫৪তম মিনিটে দলকে সমতায় ফেরান ফার্নান্দেজ। লেয়াওয়ের কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে জাল খুঁজে নেন ম‍্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।

ম্যাচের শেষ পর্যায়ে ৮৮তম মিনিটে নুনো মেন্ডেসের ক্রস ছুটে গিয়ে বল জালে পাঠান রোনালদো। তার পাশাপাশি সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে গোল পেলেন আল নাসরের এই তারকা। ২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠে ছাড়ে পর্তুগাল।

/এমএইচআর

Exit mobile version