সপ্তাহে ৩ দিন ছুটি শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক (এআই) প্রতিষ্ঠান এই সুবিধা দিচ্ছে। রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দুবাই-ভিত্তিক ব্যবসায়িক ম্যাগাজিন অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানায়
প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্লাটফর্ম লুসিডিয়া সৌদির প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেয়ার ঘোষণা দিয়েছে। তার মানে, লুসিডিয়া প্রতিষ্ঠানটির কর্মীরা এখন থেকে সপ্তাহে চারদিন অফিস করবেন।
বিশ্বের বেশিরভাগ দেশেই কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে সপ্তাহে তিনদিন ছুটি চালুর সংস্কৃতি দেখা যাচ্ছে। অনেক দেশ আবার তিনদিন ছুটি কার্যকরও করেছে। তাদের সাথে নতুন করে যুক্ত হলো মধ্যপ্রাচ্যের এই দেশটির নাম।
উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি, যেটির মাধ্যমে নানান তথ্য বিশ্লেষণের মাধ্যমে যেকোনো যন্ত্র বা অ্যাপ্লিকেশন-কে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির যোগসূত্রে কাজের উপযোগী করা।
/এআই
Leave a reply