সিরিয়ার মধ্যাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদ সংস্থা সানা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় প্রায় ১১ টা ২০ মিনিট নাগাদ, ইসরায়েলি বিমান উত্তর-পশ্চিম লেবাননের দিক থেকে আগ্রাসন শুরু করে। ‘সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি সামরিক স্থান লক্ষ্য করে চলে একের পর এক হামলা,’ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে।
হাসপাতালের এক কর্মকর্তার বলেছেন, এ হামলার পর তাৎক্ষণিকভাবে ৪৩ জন আহত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার দেয়া হচ্ছে।
ইসরায়েল-সিরিয়ার ওই অঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক ঘাঁটি। সেই ঘাঁটির স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সেখানে ৪ সামরিক সদস্য এবং ৩ বেসামরিক নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি ইসরায়েল।
/ এআই
Leave a reply