প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা-ট্রাম্প

|

আগামীকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সরাসরি বিতর্কে লড়তে যাচ্ছেন দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। খবর নিউইয়র্ক টাইমসের।

রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় রাত ন’টায় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ বিতর্ক। যা সরাসরি সম্প্রচারিত হবে।

এটিই হবে ট্রাম্প-কমলার প্রথম ও শেষ সরাসরি বিতর্ক। কেননা, পরবর্তী বাগযুদ্ধের বিষয়ে সম্মতি দেয়নি কেউই। ৯০ মিনিটের এই বিতর্কে দুটি বিরতি থাকবে। এক প্রার্থী কথা বলার সময় বন্ধ থাকবে অপর প্রার্থীর মাইক।

বিতর্কে প্রশ্ন করতে পারবেন শুধু সঞ্চালকরা। প্রত্যেক প্রশ্নের উত্তর দেয়ার জন্য সময় পাওয়া যাবে মাত্র দুই মিনিট। প্রতিদ্বন্দ্বীর উত্তরের যুক্তি খণ্ডনের জন্য আরও দুই মিনিট সময় পাবেন অপর প্রতিযোগী। সব শেষে সমাপনী বক্তব্যের জন্য উভয় প্রার্থীই দুই মিনিট করে সময় পাবেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply