সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের প্রতিবাদের কোনো ব্যাখ্যা দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

|

সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশের প্রতিবাদের কোনো ব্যাখ্যা ভারত এখনও দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বেসামরিক মানুষ হত্যায় ভারত কোনোভাবে লাভবান হচ্ছে না। ভারত এখান থেকে বেরিয়ে না এলে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে হত্যার ঘটনায় ঢাকা শক্ত প্রতিবাদ জানানো অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

তৌহিদ হোসেন পাকিস্তান প্রসঙ্গে বলেন, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান। বাণিজ্যিকভাবে সফল হলে ফ্লাইট চালু হতে পারে, তবে আগে বিমানের সঙ্গে আলোচনা করতে হবে।

সম্প্রতি, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাত হয়েছে। সম্পর্ক ভালো করতে চায় দুদেশই, এমনটাই জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply