প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

|

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ডাচ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সাথে কৃষি, সামুদ্রিক শিল্প, অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনাসহ বিস্তৃত সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে নেদারল্যান্ড। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নেদারল্যান্ডস সরকারের পূর্ণ সমর্থনের কথাও জানান রাষ্ট্রূদত।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, নেদারল্যান্ডস সরকারের সঙ্গে তার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে ডাচ সরকারের সমর্থনও চান ড. ইউনূস। সাক্ষাতে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও আলোচনা হয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply