চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিলা আক্তার ও শান্তা সর্দার নামের দুই নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ দুজনের মৃত্যু হয়।
শাকিলা ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়।
এ নিয়ে চট্টগ্রামে এ বছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে মারা গেলেন ৪ জন। এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। সব মিলিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এটিই চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। পাশাপাশি, এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ হাজার ৮১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১০২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।
/এএম
Leave a reply