দুই ব্রোকারেজ হাউসের পর্ষদের ব্যাংক ও বিও হিসাব জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

|

পুঁজিবাজারের দুইটি ব্রোকারেজ হাউসের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইওদের ব্যাংক হিসাব ও বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি তাদের বিদেশ ভ্রমণেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। প্রতিষ্ঠান দুইটি হচ্ছে ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২০তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।

কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের ঘাটতি পূরণে ব্যর্থ হয়েছে ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ। এ কারণে প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদের ব্যাংক হিসাব জব্দ করতে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে অনুরোধ জানিয়েছে বিএসইসি। পাশাপাশি বিও হিসাব জব্দ করতে সেন্ট্রাল ডিপজিটরী বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা দেয়া হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply