আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত নির্বাচন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়ন পত্র জমা দেবার শেষ তারিখ ২৪ অক্টোবর। নির্বাচনের দিনই ফলাফল প্রকাশ করা হবে, তবে অফিসিয়াল গেজেটে নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা হবে ১ নভেম্বর।
বিসিবি’র নির্বাচনকে ঘিরে কম জল ঘোলা হয়নি। মামলায় জর্জরিত বিসিবি শেষ পর্যন্ত আদালতের নির্দেশনায় নির্বাচনের দিকে ধাবিত হয়েছে। ৩১ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে, তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার- মোহাম্মদ ওমর ফারুক।
বহুল আলোচিত এই নির্বাচনের শুরুটা খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে, যা নির্বাচন কমিশন প্রকাশ করবে ১৬ অক্টোবর। এর একদিন পর তালিকার উপর আপত্তি গ্রহণ, শুনানী শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে ২০ অক্টোবর থেকে যা দাখিলের শেষ দিন ২৪ অক্টোবর। ২৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। আপিল ও শুনানী শেষে ২৯ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। একই দিন ঘোষিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
১ নভেম্বর অফিসিয়াল গেজেটের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রকাশ করার কথা জানালেও, নির্বাচনের দিন ৩১ অক্টোবরই জানা যাবে কে হচ্ছেন ভবিষ্যত বিসিবি প্রেসিডেন্ট। এর বাইরে নতুন কমিটি দ্বায়িত্ব নেবার আগ পর্যন্ত নিয়মমাফিক চলবে বিসিবি কার্যক্রম।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply