পুরান ঢাকায় বিএনপি নেতার নেতৃত্বে ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ

|

পুরান ঢাকার ইসলাপুরে চাঁদা না দেয়ার জেরে বিক্রমপুর গার্ডেন সিটির মার্কেটের সভাপতি বাবুল হোসেনসহ ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এটিকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

ব্যাবসায়ীদের অভিযোগ, চাঁদা না দেয়ায় স্থানীয় বিএনপি নেতা সুমন ভূইয়া, সোহরাব হোসেন ও নূর হোসেনর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাইলেও তারা ঘটনাস্থলে আসেনি বলেও অভিযোগ করেন তারা। 

স্থানীয়রা জানান, ব্যবসায়ীদের সাথে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতি বাবুল হোসেন বাবুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরই জেরে বুধবার ইসলামপুরে তাকে একা পেয়ে মারধর করে বিএনপি নেতাকর্মীরা। এরপর বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিক্রমপুর গার্ডেন সিটিতে হামলা চালায়। একপর্যায়ে মাইকিং করে সকল দোকান বন্ধ করার ঘোষণা দেয়া হয়। পরে পাটুয়াটুলি, ইসলামপুর ও সদরঘাট এলাকার ব্যবসায়ী ও কর্মচারীরা রাস্তায় নামেন। এ সময় তাদের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, মার্কেটের সভাপতি বাবুলের ওপর হামলার পরই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হামলা চালায়। তখন তাদের হাতে লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র ছিল।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হাসান বলেন, নূরসহ কয়েকজন মার্কেট কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুকে মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply