স্টাফ করেসপন্ডেন্ট, হবিগঞ্জ:
আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, গত মঙ্গলবার রাতে (১০ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাছির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ জুলাই আন্দোলনে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ছাত্র-জনতার ঢল নামে। এদিন বিকালে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা ছাত্র-জনতার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এছাড়া, আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে নানা শ্রেণি-পেশার মানুষ আহত হন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, ছয়জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে জাকির হোসেন পলাশ, রুমন ফরাজী, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, ওয়াহেদ আলী ও আব্দালুর রহমান। তাছাড়া, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলীকেও আসামি করা হয়েছে।
/আরএইচ
Leave a reply