ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল

|

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। অঙ্গরাজ্যটির অরেঞ্জ কাউন্টিতে ছড়িয়ে পড়া নজিরবিহীন এ দাবানলের নাম দেয়া হয়েছে এয়ারপোর্ট ফায়ার, যে আগুনে এরইমধ্যে পুড়ে গেছে প্রায় ১ লাখ ৫০ হাজার একর বনভূমি। পরিস্থিতি মোকাবিলায় এরইমধ্যে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে।

কমলা রং ধারণ করেছে ক্যালিফোর্নিয়ার আকাশ। কিন্তু এই আলো গোধুলির আলো নয়, আগ্রাসী দাবানলের কমলা রং। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় বনাঞ্চলে সৃষ্ট ভয়াবহ এ দাবানলে বিপর্যস্ত গোটা অঞ্চল। ঘন ধোয়ায় বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুতই তা ছড়িয়ে পরছে অন্যান্য অঞ্চলে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। বাতাসের তীব্রতা বেশি থাকায় কঠিন হয়ে পরছে আগুন নেভানোর কাজ।

আবহাওয়া দফতর জানায়, এবছরই সবচেয়ে বেশি দাবানলের সাক্ষী হচ্ছে আমেরিকা। গত এক দশকের ক্ষয়ক্ষতির পরিমান ছাড়িয়ে যাওয়ার শঙ্কা।

দাবানল জ্বলছে নেভাদা আর ওরেগনেও। পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত কয়েক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে এখনও সক্রিয় এয়ারপোর্ট ফায়ার আর লাইন ফায়ার। চলতি বছর বৈরি আবহাওয়ার কারণে তীব্র পরিবেশ বিপর্যয়ের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply