মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া!

|

ছবি: সংগৃহীত

আবারও মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে এ তথ্য।

সিউলের দাবি, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে পূর্ব উপকূল থেকে ছোঁড়া হয় বেশ কয়েকটি স্বল্পপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। সাগরে পতিত হয়েছে সেগুলো। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি।

পিয়ংইয়ংয়ের আচরণকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে জাপান। দাবি, রাশিয়ার বিশেষজ্ঞদের সাথে নিয়ে এই পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে।

জাপানের কোস্ট গার্ডও ধারণা করছে উত্তর কোরিয়া থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যা এরমধ্যেই গিয়ে পড়েছে। 

উত্তর কোরিয়া সর্বশেষ গত ১ জুলাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তখন তারা দাবি করেছিলো, তারা সফলভাবে সাড়ে ৪ টন ওজনের সুপার-লার্জ ওয়ারহেড বহনে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। 

গত কয়েকমাস ধরে দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া। যার ফলে বিপাকে পড়তে হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনগণকে। 

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply