মিসরকে প্রায় দেড়শ’ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর মিডল ইস্ট মনিটরসহ একাধিক সংবাদমাধ্যমের।
কোনো দেশকে অস্ত্র দিলে বরাবরই সেসব ব্যবহারে কঠিন সব শর্ত জুড়ে দেয় যুক্তরাষ্ট্র। তবে মিসরের বেলায় থাকছে না গতানুতিক কোনো শর্ত, এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও মার্কিন জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারে মিসরের সুনির্দিষ্ট ও চলমান অবদানের অগ্রগতির জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে মিসরের তৎপরতারও প্রশংসা করা হয় বিবৃতিতে।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে মিসরকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে, ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি হয় মিসরের।
/এএম
Leave a reply