অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন করে সংবিধান প্রণয়নসহ তিন দফা দাবি জানিয়েছে সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানের মূল আলোচক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, ৫০ বা ৬০ জন বিশেষজ্ঞ নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা দরকার।নতুন সংবিধান সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে বলেও জানানো হয়।
তিনি জানান, সংবিধান নিয়ে শাহদীন মালিককে প্রধান করে কমিশন গঠনকে ইতিবাচক ভাবেই দেখছে সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাঈনুল আহসান খান বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে। দেশের বিচারবিভাগ ও সংবিধানের এই অবস্থার জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দায়ী করেন তিনি। বলেন, তাকে বিচারের আওতায় আনা জরুরি।
/এনকে
Leave a reply