ঘরবাড়ি হারিয়ে মসজিদে আশ্রয় নিচ্ছে ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দারা

|

ছবি: সংগৃহীত

হত্যাযজ্ঞের পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরে চলছে ইসরায়েলের উচ্ছেদ অভিযান। গেল দুই সপ্তাহ ধরে বুলডোজার ও সাঁজোয়া যান নিয়ে তাণ্ডব চলছে, তুবাস, জেনিন ও তুলকারেমে। উৎখাত করা হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। ধ্বংস করা হচ্ছে শরনার্থী শিবিরও।

কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায় ৪ হাজার বাসিন্দাকে। পশ্চিম তীরকে ইসরায়েলি মানচিত্রে দেখানোর পর থেকেই অব্যাহত আছে এই তাণ্ডব।

ভুক্তভোগীরা জানায়, আমাদের এ বাড়িটি আমার বাবা ও ভাইয়েরা মিলে কষ্ট করে বানিয়েছিলেন। আমি একদিন বাড়ি ফিরে দেখি সেখানে কিছুই নেই। পুরোটা জুড়ে ধ্বংসস্তুপ। এ যুদ্ধ আমার পরিবারকে আমার থেকে আলাদা করেছে। জানিনা সামনে আরো কি কি আছে।

আরেক ভুক্তভোগী জানায়, আমি এ ক্যাম্প ছেড়ে, আমার দেশ ছেড়ে কোথাও যাবো না। আমি খোলা আকাশে নিচে আমার বাড়ির ধ্বংসস্তুপের ওপর জীবনযাপন করবো, তাও আমি পালাবোনা। যা আমার পূর্বপুরুষের সাথে হয়েছে তা আমি নিজের সাথে হতে দিবোনা।

শুধু তুলকার্মেই নয়, গেলো দু সপ্তাহ ধরে পশ্চিমতীরের তুবাস ও জেনিনেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুলডোজার চালিয়ে ধ্বংস করে দিয়েছে শহরগুলোর সড়ক ও বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের।

স্থানীয়রা জানায়, ইসরায়েলিরা আমাদের নিজেদের বাড়ি থেকেই আমাদের উচ্ছেদ করে দিয়েছে। আমার চোখের সামনে আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে এখন মসজিদে আশ্রয় নিয়েছি।

সম্প্রতি পশ্চিমতীরকে ইসরায়েলের মানচিত্রের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই চালানো উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে অঞ্চলটিতে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply