চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন গাভি

|

ছবি: সংগৃহীত

হাঁটুর গুরুতর চোটে প্রায় ১০ মাস বাইরে থাকার পর মাঠে ফেরার কাছাকাছি এখন গাভি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ২০ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার।

‘গার্ড অব অনার’ দিয়ে গাভির বার্সেলোনার অনুশীলনে ফেরা উদযাপন করেছেন সতীর্থরা। গত বছরের নভেম্বরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে ম্যাচে বল নিয়ন্ত্রণ নেয়ার সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট পান গাভি। চোখে পানি নিয়ে মাঠ ছাড়েন তিনি।

হাঁটুর এসিএল পুরোপুরি ছিঁড়ে যায় তার, একইসঙ্গে ল্যাটেরাল মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়। পরে হয় অস্ত্রোপচার, শুরু হয় দীর্ঘ পুনর্বাসন। স্পেনের হয়ে খেলতে পারেননি ইউরো চ্যাম্পিয়নশিপে, যেখানে ট্রফি উঁচিয়ে ধরে স্প্যানিশরা। অবশেষে ক্লাবের অনুশীলনে ফিরতে পারলেন তিনি।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই পর্যায়ে তার সম্ভাব্য মাঠে ফেরার কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। সামনের দিনগুলোতে কাজের চাপে তিনি কীভাবে সাড়া দেন, তার ওপরই নির্ভর করবে মাঠে ফেরা।

এই মৌসুমে বার্সেলোনার শুরুটা হয়েছে দারুণ। লা লিগায় চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্লিকের দল। দ্বিতীয় স্থানে থাকা শিরোপাধারী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply