ভারতের গুজরাটে রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, সম্প্রতি ঝড়বৃষ্টির পর রাজ্যের কিছু জেলার কয়েকটি গ্রামে জ্বর ও শ্বাসকষ্টের প্রাদুর্ভাব দেখা যায়। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রহস্যময় জ্বরের কারণ নির্ণয় করতে এরইমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজ শুরু করেছেন বলেও জানা গেছে।
কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিন ধরেই নিউমোনিয়ার মতো নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তবে তাদের অসুস্থ্যতার কারণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তবে, এটি ছোঁয়াচে নয় বলেও জানানো হয়।
/এমএইচ
Leave a reply