প্রথমবারের মতো মহাকাশে হাঁটলেন এক বিলিয়নিয়ার

|

মহাকাশে হাঁটা প্রথম অপেশাদার নভোচারী হিসেবে সফলভাবে নাম লেখালেন আমেরিকান উদ্যোক্তা এবং বিলিয়নিয়ার জ্যারেড আইজ্যাকম্যান। স্পেসএক্সের পোলারিস ডন মিশন একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বাণিজ্যিক স্পেসওয়াক পরিচালনা করেছে মহাকাশ সংস্থাটি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৪১ বছর বয়সী বিলিয়নিয়ার জ্যারেড আইজ্যাকম্যানের টিমে ছিলেন সর্বমোট ৪জন। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি ‘শিফট৪ ’-এর প্রতিষ্ঠাতা তিনি। মহাকাশের এই অভিযানের অর্থায়ন তার পকেট থেকেই এসেছে।

নিউ ইয়র্কের সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ১২ মিনিট) স্পেসওয়াক শুরু হয়। এ সময় একটি ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন আইজ্যাকম্যান এবং স্পেসএক্স প্রকৌশলী সারাহ গিলিস।

অভিযানে অংশ নেওয়া অন্য দুজন ক্যাপসুলের ভেতরেই ছিলেন। আইজ্যাকম্যান এবং গিলিস যখন ক্যাপসুল থেকে মুক্ত আকাশে মাথা বের করেন তখন তারা ভূপৃষ্ঠ থেকে ৭০০ কিলোমিটার উপরে ছিলেন।

এর আগে, ২০২১ সালে স্পেসএক্স-এর সঙ্গে যৌথভাবে ‘ইনস্পিরেশন৪’ মিশনেও অর্থায়ন করেছিলেন তিনি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply