সিরিজ জয়ের পথে বাংলাদেশ

|

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী ‘এ’ দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজে ইতোমধ্যে ২-০ তে এগিয়ে টাইগ্রেসরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১৬৪ রানের পুঁজি পায় নিগার-সাথিরা। জবাবে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

আগে ব্যাট করতে নেমে ৫ বলে ৯ রান করে ফেরেন দিলারা আক্তার। আরেক ওপেনার সাথি রাণির সঙ্গে ৮০ রানের দারুণ এক জুটি গড়েন সোবহানা মোস্তারি। ৪০ বলে ৭ চারে ৫০ রান করেন সাথি। এরপর দলীয় ১২৪ রানে ফেরেন ৩৯ রান করা সোবহানা।

আগের ম্যাচে বিশ্রামে থাকলেও এই ম্যাচে দলে ফিরে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ২৪ বলে ৩৪ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

নির্দিষ্ট রান তাড়া করতে নেমে ৬০ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। বাকি ব্যাটারদের ব্যর্থতায ও নিয়মিত উইকেটের পতনে ১৬.৪ ওভারেই অলআউট হয় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা ও ফাহিমা খাতুন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply