তিন দিনের সফরে আজ ঢাকা আসছে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে।
প্রতিনিধি দলটির সঙ্গে থাকবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়া, উচ্চ পর্যায়ের এ দলে ইউএসএআইডি-এর এশিয়া বিষয়ক উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌরও রয়েছেন। অবশ্য ডোনাল্ড লু দিল্লি সফর শেষ করে ঢাকায় আসবেন।
ঢাকা সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে প্রতিনিধি দলটি। ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারসহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। তাছাড়া, বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলোও জানতে চাইবে ওয়াশিংটন।
/এমএইচ
Leave a reply