লিভিংস্টোন ঝড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

|

সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের ৩ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা আনলো স্বাগতিক ইংল্যান্ড। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কার্ডিফে আগে ব্যাট করে ১৯৩ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে লিভিংস্টোনের ঝড়ো ৮৭ রানের সুবাদে ১ ওভার ও ৩ উইকেট হারে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

টস হেরে, অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ম্যাথু শর্ট ও ট্রাভিস হেডের ৫২ রানের ওপেনিং জুটির পর, ফিফটি তুলে নেন ম্যাকগার্ক। জশ ইংলিশ খেলেন ৪২ রানের ইনিংস। শেষদিকে গ্রিন ও হার্ডির ক্যামিওতে ১৯৩ রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। দলীয় ৩৪ রানেই ২ উইকেট হারায় তারা। এরপরই ব্যাট হাতে ঝড় তোলেন লিভিংস্টোন। পাঁচ ছক্কায় আর ছয়টি চারে মাত্র ৪৭ বলে খেলেন ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস।

জ্যাকব বেথেল ও ফিল সল্টের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৪ ও ৩৯ রান। শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতেই ম্যাচ জেতে স্বাগতিকরা। অজিদের পক্ষে মাত্র ২২ রানে ৫টি উইকেট তুলে নেন ম্যাট শর্ট।

উল্লেখ্য, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার। টি-টোয়েন্টি সিরিজ শেষে রয়েছে দুদলের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply