পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে, বাংলাদেশও ভালো: অজয়

|

ছবি: সংগৃহীত

ভারতে বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের আগে বারবার চলে আসছে পাকিস্তানের নাম। কেননা সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে দলটি। ঐতিহাসিক এই জয়ের কারণে তাদের সমীহ করছে প্রতিবেশী দেশ ভারতও। কিন্তু দেশটির সাবেক ক্রিকেটার অজয় জাদেজার মতে, পাকিস্তান দূর্বল দল বলেই তাদের হোয়াইট ওয়াশ করতে পেরেছে বাংলাদেশ। ভারত শক্তিশালী বলেই নাকি তাদের সাথে পেরে উঠবে না লাল-সবুজের দল।

শনিবার (১৫ সেপ্টেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে গিয়ে এমন সব মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।

ভারতের সাবেক এ ক্রিকেটার বলেন, জয়ের পর একটি দল যেখানেই খেলতে যায়, তাদের মধ্যে জেতার আত্মবিশ্বাস থাকে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পাকিস্তানের চাইতে ভারত অনেক এগিয়ে। তবে বাংলাদেশও ভালো দল। তারা স্পিন ভালো খেলে আর এখানকার কন্ডিশনও মানানসই।

নতুন কোচ গৌতম গাম্ভীরের অধীনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে মেন ইন ব্লুরা। তাইতো এই কোচের ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন জাদেজা। তিনি বলেন, এটা স্পষ্ট, গাম্ভীরের কৌশল আক্রমণাত্মক। ও থাকলে কোন নিস্তেজ মুহূর্ত থাকবে না, এটি নিশ্চিত। ও নতুন কিছু চেষ্টা করবে। যেটা বিশ্বাস করে সেই অনুযায়ী কাজ করবে। আশা করছি কারো পরামর্শে সে নিজের কৌশলে পরিবর্তন আনবে না।

অতীত ইতিহাস বলছে, টেস্ট ক্রিকেটে মেন ইন ব্লুদের কখনোই হারাতে পারেনি লাল সবুজের দল। ১৩ ম্যাচ খেলে ১১টিতেই হেরেছে টাইগাররা। আর বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। তবে ভারতের বিপক্ষে এবার কি নতুন কোন ইতিহাস লিখতে পারবেন নাজমুল শান্তরা?

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply