ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসীর মৃত্যু

|

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে আটজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তারা শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে চ্যানেলটি পাড়ি দিয়েছিলেন। এসব লোকজন কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি’র।

ফরাসি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত একটার দিকে ফ্রান্সের উত্তর পাস-ডি-ক্যালাইস অঞ্চলের উত্তরে বোলোন-সুর-মের এলাকা দিয়ে একটি রাবারের নৌকায় পাড়ি জমিয়েছিল অভিবাসনপ্রত্যাশীরা।

ফরাসি কোস্টগার্ড বলেছে, রাবারের নৌকাটিতে আনুমানিক ৬১ জন লোক ছিল এবং উপকূল ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই নৌকাটি ডুবতে শুরু করে। নৌকাটি ডুবতে ডুবতে অ্যাম্বলেটিউস শহরের একটি সৈকতের দিকে যাচ্ছিল।

এদিকে উদ্ধারকারীরা নিশ্চিত করেছেন, জরুরি সেবা সংস্থার কর্মীরা সমুদ্র সৈকতে ৫৩ জনকে খুঁজে পায়। সাগরে ডুবে আটজন মারা গেছেন। সাগরে তল্লাশির সময় অন্য কাউকে পাওয়া যায়নি। যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সর্বশেষ ঘটনাটি সম্পর্কে অবহিত। পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন, চ্যানেলে প্রাণহানির ঘটনা ভয়াবহ।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগে চ্যানেল পাড়ি দিতে গিয়ে ছয় শিশু এবং একজন গর্ভবতী নারীসহ ১২ জন মারা যাওয়ার পর নতুন করে আটজনের প্রাণহানি ঘটলো। এ ঘটনায় বোলোন-সুর-মের পাবলিক প্রসিকিউটর অফিস একটি তদন্ত শুরুর কথা জানিয়েছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply