পিংক ফ্লয়েডের গানের স্বত্ব কিনতে ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি সনি

|

ব্রিটিশ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’এর গানের স্বত্ব কিনতে ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি মিউজিক কোম্পানি সনি। এ বিষয় নিয়ে সনি মিউজিকের সঙ্গে আলোচনা চলছে ব্যান্ডটি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সাইকেডেলিক রক জনরার ব্যান্ডটির ফাউন্ডার মেম্বার রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর মতপার্থক্যের কারণে স্বত্ব বিক্রির প্রক্রিয়া জটিল হচ্ছে।

বিগত কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েডের স্বত্ব বিক্রি নিয়ে আলোচনা চলছে। এর আগে, ২০২২ সালে, ব্যান্ডটির স্বত্ব কিনতে হিপনোসিস, ওয়ার্নার মিউজিক ও বিএমজির মতো প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply