অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডোয়ার্শিস-কোনোলি

|

নাথান এলিসের পর চোটের সঙ্গে লড়ছেন রাইলি মেরিডিথ এবং হাভিয়ের বার্টলেট। তিন পেসারের এমন অবস্থায় অনেকটা বাধ্য হয়েও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডেকে নেয়া হয়েছে বেন ডোয়ার্শিসকে। বাঁহাতি পেসারের সঙ্গে স্কোয়াডে যুক্ত হয়েছেন কুপার কোনোলি।

প্রায় দুই মাস আগে স্কটল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তবে চোটের ধাক্কায় এরই মধ্যে বেশ কয়েকজন পেসারকে হারিয়েছে তারা। তাই রিজার্ভ হিসেবে তরুণ পেসার মাহ্লি বিয়ার্ডমেনকেও উড়িয়ে নেয়া হচ্ছে ইংল্যান্ডে।

স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় কোনোলির। পরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও খেলেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। শুরুতে এই দুই সিরিজের দলেই নেওয়া হয়েছিল তাকে। তবে আনুষ্ঠানিক বিবৃতিতে সোমবার জানানো হয়, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও যুক্ত করা হয়েছে ২১ বছর বয়সী অলরাউন্ডারকে।

বেনোনিতে ভারতের বিপক্ষে জেতা ফাইনালে ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন বিয়ার্ডমেন। এখন পর্যন্ত একটি মাত্র লিস্ট ‘এ’ক্রিকেটের ম্যাচ খেলেছেন। এ ছাড়া চলতি বছরের বিগ ব্যাশের জন্য ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি। আগষ্টে হওয়া সেই ড্রাফট থেকে তাকে নিয়েছে পার্থ স্কচার্স।

বিয়ার্ডমেনের পাশাপাশি কলাম ভার্ডলি, চার্লি অ্যান্ডারসন এবং টম স্টকারকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন এবং গ্লেন ম্যাক্সওয়েল থাকায় বাড়তি আত্মবিশ্বাসী করে তুলবে অজিদের ওয়ানডে দলকে।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, কুপার কোনোলি, বেন ডোয়ার্শিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply