সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:
ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নওশেরায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারখানার ঘরটি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের প্রভাবে পাশের একটি বাড়ির ছাদ ধসে পড়ে। পুলিশ ধ্বংসাবশেষ থেকে ১০ জনকে উদ্ধার করেছে। ৬ জনের চিকিৎসা চলছে হাসপাতালে এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এখনও ৪ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে স্থানীয় প্রশাসন সূত্রে। ধ্বংসস্তূপ সরিয়ে বাকিদের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে চিকিৎসকের দল, অ্যাম্বুলেন্স, ফায়ার টিম, বিপর্যয় দল উপস্থিত রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের ভয়াবহতা দেখে উত্তরপ্রদেশের পুলিশের প্রাথমিক ধারণা নিষিদ্ধ কোনো বিস্ফোরক থাকতে পারে সেখানে। সব বিষয়ে খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে। খুঁজে দেখা হচ্ছে বাজি কারখানার বৈধতা ছিল কিনা সেটিও।
/এনকে
Leave a reply