শেরপুরে মরিচ ক্ষেতের জালে আটকা অজগর!

|

স্টাফ করেসপনডেন্ট শেরপুর:

শেরপুরের সীমান্তবর্তী এলাকা নালিতাবাড়ীতে মরিচ ক্ষেতের জালে আটকা পড়া অবস্থায় একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে উদ্ধারকৃত অজগরটি বনে অবমুক্ত করেন তারা।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামের এক কৃষকের মরিচ ক্ষেতের জালে আটক অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে ওই গ্রামের দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে নদীর ধারে যায়। এসময় তারা কৃষক সিরাজুলের মরিচের ক্ষেতের সীমানায় সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে। পরে তারা কাছে গেলে সাপটি অজগর বলে শনাক্ত করে।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি জানালে বন বিভাগের মধুটিলা রেঞ্জ এসে বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহীন থেকে অজগরটি ভেসে এসে ক্ষেতের জালে আটকা পড়েছিল।

এ বিষয়ে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুটের মতো এবং ওজন প্রায় ৯ কেজি। গায়ে আটকে থাকা জাল কেটে সন্ধ্যায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটিকে মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply