লেবাননে কমিউনিকেশন ডিভাইস পেজার বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে এই তথ্য।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননের বেশ কিছু অংশে হয় এ হামলার ঘটনা ঘটে।
লেবানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ইরানি রাষ্ট্রদূত মোজতাবা আমানির কাছেও এই পেজার ডিভাইস ছিলো। ফলে এতে বিস্ফোরণ ঘটলে তিনিও আহত হন।তবে, আহত হলেও তার অবস্থা গুরুতর নয়। মোজতাবা আমানি সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, লেবাননজুড়ে হ্যাকিংয়ের মাধ্যমে হিজবুল্লাহ সদস্যদের কাছে থেকে পেজার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে, এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
/এমএইচ
Leave a reply