যান্ত্রিক ত্রুটিতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বন্ধ মেট্রোরেল চলাচল

|

ফাইল ছবি।

যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মেট্রোরেলে চলাচলরত যাত্রীরা। এ সময় যাত্রীদের মেট্রোরেলের স্টেশনে জন্য অপেক্ষা করতে দেখা যায়।

জানা গেছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হঠাৎ বন্ধ হয়ে যায় ওই অংশের মেট্রো চলাচল। এরপর, সাউন্ড সিস্টেম থেকে যাত্রীদের নেমে যাবার অনুরোধ করা হয়।

এতে উত্তরা থেকে যার মতিঝিল, পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার বা এর আশেপাশের স্টেশনে যারা যাচ্ছিলেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। স্টেশনের সামনে মানুষের জটলা লক্ষ্য করা গেছে।

যাত্রীদের মধ্যে অনেকেই পায়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন। তবে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply