এবার স্বল্প পাল্লার ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার (১৮ সেপ্টেম্বর) এমন দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
কতৃপক্ষ জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশের পরই মিসাইলের মহড়া চালিয়েছে দেশটি। রাজধানী পিয়ংইয়ন এর উত্তরে কাইচন এলাকা থেকে মিসাইল ছুঁড়েছে দেশটি।
সিউল জানায়, এরইমধ্যে এই মিসাইল মহড়ার তথ্য জাপান ও যুক্তরাষ্ট্রকেও দেয়া হয়েছে। এদিকে, উত্তর কোরিয়ার মিসাইল ছোঁড়ার সত্যতা নিশ্চিত করেছে জাপানের কোষ্টগার্ডও। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাপান।
/এমএইচ
Leave a reply