রাশিয়ার সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, দীর্ঘস্থায়ী সম্পর্কোন্নয়নের ধারা অব্যাহতের আশা

|

তেহরান ও মস্কোর দীর্ঘস্থায়ী সম্পর্কোন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জেনারেল শোইগুর সাথে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন।

গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তেহরানে এই দু’জনের সাক্ষাৎ হয়। তবে বৈঠকে কী কী আলোচনা হয়েছে তা স্পষ্ট করেনি কোনো পক্ষ।

সম্প্রতি মস্কো বেশ কয়েকবার জানিয়েছে, ইরানের সাথে একটি কৌশলগত চুক্তির কাছাকাছি রাশিয়া। গত সপ্তাহে পিয়ংইয়ং সফরে যান সের্গেই শোইগু। বৈঠক করেন সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে। ইউক্রেনে অভিযান শুরুর পরই ইরান ও উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক জোরদার করছে রাশিয়া। এই সম্পর্ককে উদ্বেগের দৃষ্টিতে দেখছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

অভিযোগ রয়েছে, উভয় দেশই ব্যালেস্টিক মিসাইল দিচ্ছে মস্কোকে। এমন সময় শোইগু তেহরান ও পিয়ংইয়ং সফরে গিয়েছেন যখন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল ব্যবহারে অনুমতি আদায়ের চেষ্টা করছে ইউক্রেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply