ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ রাশিয়ান সংবাদমাধ্যম

|

গোপনে অনলাইনে প্রভাব বিস্তার করতে প্রতারণামূলক উপায় নেয়ার অভিযোগে রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম নিষিদ্ধ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডস। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

মেটার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সেগোদনিয়া, আরটি ও সংশ্লিষ্ট অন্যান্য সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে বৈশ্বিকভাবে মেটার অ্যাপে নিষিদ্ধ করা হলো। অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপের তৎপরতা চালানোয় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, মেটার অ্যাপে একাধিক রুশ সংবাদমাধ্যমকে নিষিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, এমন পদক্ষেপ নিয়ে মেটা নিজেদের কলঙ্কিত করছে। রুশ সংবামাধ্যমের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply