যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে যাচ্ছে ত্রাণ। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুর্গম এলাকাটিতে রওনা দিয়েছে ত্রাণ বোঝাই একটি ট্রাক।
এর ফলে অন্তত ৩৫০ পরিবারের কাছে ত্রাণ পৌঁছাবে। বান্দরবানের স্থানীয় যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেয়ার গিভার্স ভলান্টিয়ার টিমের মাধ্যমে এই ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এতে সব ধরনের সহযোগিতা করেছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। এছাড়া, চিকিৎসা সেবা দিতে সেখানে যাচ্ছেন চিকিৎসকদের একটি দল।
এই ত্রাণ সহায়তায় কিছুটা হলেও অসহায়ত্ব লাঘব হবে ওই অঞ্চলের মানুষগুলোর। সম্প্রতি সীমান্তঘেঁষা এসব দুর্গম এলাকার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেছিল ‘টিম যমুনা’।
/এএম
Leave a reply