কোচকে বরখাস্ত করলো রোমা

|

নিয়োগের আট মাসের মাথায় ক্লাব কিংবদন্তি ডি রসিকে বরখাস্ত করলো ইতালিয়ান ক্লাব রোমা। ক্লাবের এই কিংবদন্তির অধীনে গত মৌসুমে ভালোই খেলেছিল গিয়ালোরোসিরা। কিন্তু চলতি মৌসুমে বেহাল দশা তাদের। একের পর এক ম্যাচ হেরেই চলেছে ক্লাবটি। যে কারণে চাকরি নিয়ে শঙ্কায় ছিলেন ডি রসি। শেষ পর্যন্ত সেই শঙ্কাই যেনো সত্যি হলো।

এক বিবৃতিতে রোমা জানিয়েছে, ড্যানিয়েল ডি রোসিকে প্রথম দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলের বৃহত্তর স্বার্থে ক্লাব এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যদিও এটা মৌসুমের শুরু, কিন্তু রোমার এখন প্রয়োজন যত দ্রুত সম্ভব জয়ের ধারায় ফিরে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা।

ডি রোসি খেলোয়াড় হিসেবে প্রায় দুই দশক রোমায় কাটিয়েছেন। জানুয়ারিতে হোসে মরিনহোর বরখাস্তের পর ডি রোসি রোমার কোচের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। ২০২৭ সালের জুন পর্যন্ত তার সাথে চুক্তি হয়েছিল ক্লাবটির। 

উল্লেখ্য, সপ্তাহের শেষে জেনেয়ার সাথে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। চার ম্যাচে রোমার সংগ্রহ মাত্র তিন পয়েন্ট। রোববার পরবর্তী ম্যাচে উদিনেসকে আতিথ্য দিবে তারা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply