মিয়ানমারের ছোড়া গুলি টেকনাফে, একদিন বন্ধ স্থলবন্দর

|

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের টেকনাফ স্থলবন্দরের কার্যালয়ে এসে পড়েছে। এসময় স্থলবন্দরের অফিসের জানালা ও ট্রাকের কাচ ভেঙে গেছে। এতে আতঙ্কে স্থলবন্দরের সকল কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে স্থলবন্দরে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুপুরে সীমান্তে লাল দ্বীপ-জালিয়ার দ্বীপে দুই গ্রুপের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলিবর্ষণ। এতে বন্দরের অফিসের গ্লাসে এসে একটি গুলি লাগে। পরে মালামাল পরিবহনের কাজে ব্যবহত ট্রাকে আরেকটি গুলি লাগে।

তিনি আরও জানান, এ ঘটনায় আতঙ্কে কাজ না করে চলে গেছে বন্দরের শ্রমিকরা। ফলে মিয়ানমার থেকে আসা ২৪ হাজার ব্যাগের একটি বাণিজ্য ট্রলারের মালামাল খালাস বন্ধ রয়েছে। এই সীমান্তে প্রায়শই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফ স্থলবন্দরে গুলি এসে পড়ার খবর পেয়েছি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা গুলি করেছে, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply