রংপুর ব্যুরো:
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজবুল হুদা নাজুকে প্রাথমিকসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন এবং সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যসহ সকল ধরনের পথ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে নেতাকর্মীদের আর তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেয়া হলো।
স্বেচ্ছাসেবক দলের সূত্র জানায় ৫ আগস্ট পরবর্তী সময়ে বদরগঞ্জে বিভিন্ন দখল চাঁদাবাজিসহ আওয়ামী লীগের লোকজনের সাথে আঁতাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তিনি ছাড়াও বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাবেক এমপি ডিউক চৌধুরী, পৌর মেয়র টুটুল চৌধুরী এবং উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল মাস্টারসহ বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে।
রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন জানান, দলীয় আদর্শের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করলে তিনি যত বড় নেতাই হন না কেন ছাড় পাবেন না।
/এনকে
Leave a reply