দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

দুই পক্ষের সংঘর্ষের পর বর্তমানে স্বাভাবিক রয়েছে খাগড়াছড়ির দীঘিনালার পরিস্থিতি। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকেই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জনমনে স্বস্তি ফেরাতে মাঠে রয়েছে প্রশাসনও। এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সব পক্ষকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে, দীঘিনালায় সংঘর্ষের জেরে জেলা সদর ও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় গোলাগুলিতে কয়েকজন আহতও হয়।

জানা গেছে, গত বুধবার জেলার নিউজিল্যান্ড এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দীঘিনালা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা।

পরে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ ৫ জন আহত হন। এ সময় অন্তত ৬০টি দোকান ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply