জন্মহার কমে যাওয়ায় বড় ধরনের চিন্তার ভাঁজ পড়েছে রাশিয়ার সরকারের। এই সমস্যা সমাধানের লক্ষ্যে দেশেটির নাগরিকদের অফিসের লাঞ্চ কিংবা কফি ব্রেকে যৌন-মিলনের পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার! এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট আমেরিকা।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় শিশুদের জন্মের হার বর্তমানে নারী পিছু ১.৫। অন্য দিকে স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য সে দেশে প্রয়োজনীয় জন্মহার নারী পিছু ২.১। এমন পরিস্থিতি মোকাবেলায় এই নতুন ক্যাম্পেইন শুরু করেছে পুতিন সরকার। এতে সাড়া দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েভজেনি শেস্তোপলোভ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১০ লক্ষ রুশ তরুণ-তরুণী দেশ ছেড়েছেন। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়েভজেনি শেস্তোপলোভ সম্প্রতি সাংবাদিক বৈঠকে রাশিয়ার চাকরিজীবীদের বেশি বেশি করে শারীরিক সম্পর্ক করার এবং সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দিয়েছেন।
/এআই
Leave a reply