টি-শার্টে প্রতিবাদী স্লোগানের জেরে ‘রাষ্ট্রদ্রোহের’ মামলায় এক যুবকের জেল হংকংয়ে

|

টি-শার্টে স্লোগান লিখা ‘মুক্ত করো হংকং’। গত জুন মাসে একটি সাবওয়ে স্টেশনে প্রতিবাদী স্লোগান লেখা একটি টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা যায় ২৭ বছরের এই যুবককে। সেই অপরাধে অভিযুক্ত করে ১৪ মাসের জেল দিয়েছে হংকংয়ের একটি আদালত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চে পাস হওয়া হংকংয়ের নতুন ‘জাতীয় নিরাপত্তা আইন’-এর অধীনে আদালত তাকে এই সাজা দিয়েছে। এতে বলা হয়, আইনটি আর্টিকেল ২৩ নামেও পরিচিত। ২০২০ সালে বেইজিংয়ের করা হংকং জাতীয় নিরাপত্তা আইনের সাথে সংগতিপূর্ণ এই আইন সম্পর্কে উদ্বেগ জানিয়ে আসছেন বিশ্লেষকরা।

তাদের আশঙ্কা হচ্ছে, আইনটি হংকংয়ের নাগরিকদের স্বাধীনতাকে সংকুচিত করতে পারে। স্থিতিশীলতার জন্য এই আইন প্রয়োজন বলে দাবি করেছে বেইজিং ও হংকং। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম চু কাই-পং।

২০১৯ সালে মাসব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের সময় হংকং-এ বৃহৎ বিক্ষোভে ওই স্লোগানগুলো শোনা গিয়েছিলো। স্থানীয় মিডিয়া জানিয়েছে, নিজের মতামতের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তার মলমূত্র সম্বলিত একটি বাক্সও বহন করছিলেন ওই যুবক।

বিক্ষোভকে সমর্থন করেই চু কাই-পং ওই প্রতিবাদী স্লোগান সম্বলিত টি-শার্ট নিজ শরীরে জড়িয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। চুকে ১২ জুন গ্রেফতার করে হংকংয়ের পুুুলিশ। বিক্ষোভের সমর্থনে ওই টি-শার্ট পরিধানের পাশাপাশি তার কাছে আপত্তিকর জিনিস পাওয়ার অপরাধে এর আগে তিন মাসের জেল দিয়েছিল আদালত।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply