কামাল হোসাইন,নেত্রকোণা
নেত্রকোণায় ফসলের মাঠ (ধানক্ষেত) থেকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মল্লিকা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দাপুনিয়া গ্রামের পার্শ্ববর্তী ধানক্ষেতের ফসলের মাঠ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায় আজ শনিবার সকালে এলাকার কয়েকজন লোক দাপুনিয়া গ্রামের পার্শ্ববর্তী ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এস,এম আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের নাখে মূখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, নিহত নারী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভেদীকুড়া চারুয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মল্লিকা আক্তার। সে কিছু দিন আগে পালিয়ে বিয়ে করার পর পরিবারে কারো সাথে যোগাযোগ রাখেনি। আসামিকে দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
Leave a reply