‘সরকারিভাবে ইন্টারনেট বন্ধ হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে’

|

সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অশান্ত করতে এ ধরনের ষড়যন্ত্র চলছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। ইন্টারনেটের সামান্য সমস্যা হয়েছে। এটিকে ফুলিয়ে ফাপিয়ে প্রচার করা হচ্ছে। খাগড়াছড়ি-রাঙামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান নাহিদ।

ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় গৃহহীনদের ঘর দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা। জেলার ফুলগাজীর জগতপুরেও বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় উপদেষ্টার সঙ্গে ছিলেন ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply