চা-বিরতির পর টপ অর্ডারে ছন্দপতন বাংলাদেশের

|

চেন্নাই টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে স্বাগতিক ভারত। জেতার জন্য টাইগারদের প্রয়োজন ৫১৫ রান। দিনের দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। চা-বিরতির আগ পর্যন্ত বিনা উইকেটে ৫৬ রান তোলে বাংলাদেশ। কিন্তু দিনের শেষ সেশনে ছন্দপতন টাইগারদের টপ অর্ডারে। একে একে বিদায় নিয়েছেন জাকির, সাদমান, মমিনুল ও মুশফিক।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম। দুজনের মিলে ৬২ রানের জুটি গড়েন। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই।

৪৭ বলে ৩৩ রান করে জাকির আউট হলে, ৬৮ বলে ৩৫ রান করে তাকে সঙ্গ দেন সাদমান। এতে দলীয় ৮৬ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। এরপর অশ্বিনের শিকার হয়ে মাত্র ১৩ রানে সাজঘরে ফেরেন মমিনুল হক।

ব্যক্তিগত ১৩ রানে অশ্বিনের তৃতীয় শিকারে পরিনত হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকু্র রহিমও। মুশফিক আউট হবার সময় দলীয় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৪৬ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও নাজমুল শান্ত।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply