রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংস্কার হতে পারে। তবে ৭০ অনুচ্ছেদ সংস্কার না করা গেলে আবারও ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত শাসনব্যবস্থা সংস্কার সংলাপে একথা বলেন তিনি।
সাকি বলেন, ফ্যাসিস্ট শক্তি এবং তাদের দোসররা এখনও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিক্রিয়াশীল। এমন কিছু আইন করা দরকার, যাতে করে দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার চাপ সৃষ্টি হয়। ৭২-এর সংবিধানে ফ্যাসিবাদকে রক্ষা করার নানা উপকরণ ছিল বলে মত দেন অনেকেই।
সংবিধান সংস্কারে আলাদা কমিশন গঠনেরও প্রস্তাব আসে সংলাপ থেকে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতি বিভাগের শাসনব্যবস্থা ও জননীতি বিষয়ক গবেষণা দল সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরে।
/এনকে
Leave a reply