কানপুর টেস্টের জন্য দল ঘোষণা করলো ভারত

|

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে শুরু হবে দুদলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। রোববার (২২ সেপ্টেম্বর) এই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

প্রথম টেস্টে খেলা সবাইকেই রাখা হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্টে। বুমরাহসহ একাধিক ক্রিকেটারকে বিশ্রামের জন্য রাখা হবে না, এমন গুঞ্জন শোনা গেলেও আগের ম্যাচের পুরো স্কোয়াডই কানপুর টেস্টের জন্য রেখেছে বিসিসিআই।

ভারত স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সারফরাজ খান, রিশাভ প্যান্ট (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ ও ইয়াশ দয়াল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply