সমাপনী পরীক্ষা শুরু আজ

|

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী-পিইসি পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। ২৬ নভেম্বর পরীক্ষা শেষ হবে।

এবার থাকছে না এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। এ বছর ছয়টি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এতে অংশ নেবে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী ২৩ হাজার ৪৭২ জন বেশি। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়িতে এ পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply