চট্টগ্রামে ‘গান গেয়ে গেয়ে’ তরুণকে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

|

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে খুঁটির সঙ্গে এক তরুণকে বেঁধে পিটিয়ে মারার একটি ২০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই তরুণকে দুটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় গান গেয়ে তাকে মারধর করছেন কয়েকজন তরুণ।
শনিবার (২১ সেপ্টেম্বর) ফেসবুকে এ ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি গত ১৪ আগস্টের বলে জানা গেছে। তবে এতদিন পর এসে সেটি জানাজানি হয়েছে।

জানা গেছে, ওই তরুণের নাম মো. শাহাদাত হোসেন (২৪)। তাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল, ষোলশহর দুই নম্বর গেটের ট্রাফিক চত্বর এলাকা।

মো. শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি নগরের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে বসবাস করে আসছিলেন। নগরের ফলমণ্ডির একটি দোকানে চাকরি করতেন।

আরও জানা যায়, ১৪ আগস্ট রাতে নগরে প্রবর্তক এলাকা থেকে শাহাদাতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার স্ত্রী শারমিন আক্তার মরদেহ চিহ্নিত করেন। পরদিন শাহাদাতের চাচা মো. হারুন বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের। কিন্তু কেন এ হত্যাকাণ্ড কিংবা কার সঙ্গে বিরোধ, তা এজাহারে উল্লেখ নেই।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আরিফ হোসেন বলেন, ভিডিওটি আমরা দেখেছি। পুলিশ অপরাধীদের গ্রেফতারে কাজ করছে। আশা করছি দ্রুতই তাদের পাওয়া যাবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply