লা লিগায় রায়ো ভায়োকানোর সাথে ১-১ গোলে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ করে কোনো রকমে ম্যাচ বাঁচায় কোলকোনেরোস’রা। চলতি মৌসুমে লিগে ৬ ম্যাচে ৩টিতেই পয়েন্ট খোয়ালো তারা।
রোববার (২২ সেপ্টেম্বর) এস্তাদিও ডি ভ্যালেকাসে আটলেটিকো মাদ্রিদকে আতিথ্য জানায় রায়ো ভায়োকানো। নিজেদের ডেরায় শুরু থেকেই ম্যাচের আধিপত্য ধরে রাখার চেষ্টা চালায় স্বাগতিকরা। তবে পাল্টা আক্রমণে কোলকোনেরোস’রাও দিচ্ছিল পাল্টা জবাব। খেলার ৩৫ মিনিটে এগিয়ে যায় রায়ো ভায়োকানো। মাঝ মাঠ থেকে চালানো আক্রমণে অন্দ্রেই রাতিয়ু’র কাছ থেকে বল পয়ে তা জালে পাঠান ইসি পালাজন। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে আটলেটিকো মাদ্রিদ। ৪৯ মিনিটে বক্সের ভেতর জটলার ভেতর থেকে গোল আদায় করে স্কোরলাইন ১-১ করেন কনর গালাঘার। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
উল্লেখ্য, লিগে ৬ ম্যাচে ৩ জয় ও সমান সংখ্যক ড্র’য়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অ্যাতলেটিকো মাদ্রিদ। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
/এমএইচআর
Leave a reply