ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না: সৈয়দা রিজওয়ানা হাসান

|

ফাইল ছবি

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রফতানির পর বাংলাদেশ সরকার এই টাকা পাবে— এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রাণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ সেপ্টম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ইলিশ এখনও যায়নি, শুধু সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যেই দেশে দাম বেড়ে গেছে। কাজেই রফতানি হলে দাম বাড়বে, এমন ধারণা ঠিক নয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেকে সমর্থন দিয়েছে। প্রতিবেশীর সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতে হবে। আমরা চাই না, সেই ধারাটা বন্ধ হয়ে যাক।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply